আরকেনিউজ ডেস্কঃ
চাঁদপুরের কচুয়ায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মো. সাব্বির হোসেন (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার খাজুরিয়া সংলগ্ন এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া যাত্রী ছাউনীর সামনে থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি মো. সাব্বির হোসেন বরিশাল জেলার কাজিরহাট থানার বিদ্যানন্দনপুর ইউনিয়নের চর মাধবরায় গ্রামের মোল্লা বাড়ীর মৃত হুমায়ুন কবিরের ছেলে। তার বিরুদ্ধে কচুয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন সকালে কচুয়া উপজেলার খাজুরিয়া গ্রামের চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া যাত্রী ছাউনির সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ।
এ সময় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল হক ও সঙ্গীয় ফোর্স নিয়ে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি মো. সাব্বির হোসেনকে গ্রেফতার করা হয়। মাদক জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ।