Header Border

ঢাকা, রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
শাহরাস্তির বলশীদে বার্ষিক ইছালে ছওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। শাহরাস্তির হাটপাড় প্রিমিয়ার লীগ (HPL) সিজন-১লং পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ফরিদগঞ্জে ফারিসা’র নয়া কমিটি সভাপতি মোতাহার হোসেন, সম্পাদক মহেশ শর্মা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আজহারুল হক মুকুলের নেতৃত্বে মতলব উত্তরে ৩১ দফার রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ মতলব উত্তরের চরমাছুয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ দেশ বদলাতে গিয়ে আমরা যাতে আগের অবস্থায় ফিরে না যাই: জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন কৃষি জমির টপ সয়েল বিক্রি বন্ধ করতে হবে: জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও পদে পদোন্নতি পেলেন ডাঃ মোঃ জাহিদ ফরিদগঞ্জে ইংলিশ ডোরের উদ্বোধন তারুণ্যের উৎসবে অতিথির সারিতে ওলামালীগের সভাপতি, স্থান হয়নি বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দের 

আওয়ামী লীগকে আরো গতিশীল ও শক্তিশালী করে তুলতে তৃণমূলকে সুসংগঠিত করা হবে – নাছির উদ্দিন আহমেদ – Rknews71

 

মনিরুল ইসলাম মনির:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করার লক্ষ্যে জেলা আওয়ামী লীগের পরামর্শে ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) বিকালে উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রমের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এর পরিচালনায় সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম উদ্বোধনী বক্তব্য দেন ও উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।

প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল। আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, জেলা আওয়ামী লীগ নেতা মনির হোসেন প্রমুখ।

সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, সদস্য রাধেশ্যাম সাহা চান্দু, ইঞ্জিনিয়ার খোকন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাসরিন সুলতানা, সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেছেন ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজেদুল হাসাব বাবু (বাতেন)।

উদ্বোধনী বক্তব্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ মানেই আওয়ামী লীগ। বাংলাদেশ মানেই শেখ হাসিনা। কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন। আর জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বাংলাদেশকে উন্নত দেশের শিখড়ে পৌছে নিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, আওয়ামী লীগ সরকার যতদিন দেশের মানুষ না খেয়ে থাকবে না। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন গরীব দুঃখী মানুষ বিভিন্ন সুবিধা পাবেন। জনগণ শান্তিতে থাকতে পারবেন। আওয়ামী লীগ থেকে দূষিত রক্ত বের করতে হবে। কোন দেশ বিরোধী কর্মকান্ডের সাথে যারা জড়িতে তাদের সদস্য করা যাবে না।

আরো পড়ুন  কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা - Rknews71

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে আরো গতিশীল ও শক্তিশালী করে তুলতে তৃণমূল সংগঠনগুলোকে সুসংগঠিত করা হবে। সেই লক্ষ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে বিভিন্ন জেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে। তেমনি মতলব উত্তর উপজেলায় সম্মেলন করার লক্ষ্যে সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম শুরু করা হল। আগামী দিনে যারা আওয়ামী লীগে আসবেন অথবা আওয়ামী লীগে নেতৃত্ব দিবেন তারা অবশ্যই দল ও দেশকে আরো উন্নত করার লক্ষ্যে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার তোলার লক্ষ্যে আরও অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আমি বিশ^াস করি।

আলোচনা সভা শেষে ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে ছেংগারচর পৌরসভা, সাদুল্লাপুর ইউনিয়ন, ফতেপুর পুর্ব ইউনিয়ন, সুলতানাবাদ ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে সদস্য ফরম ও রশিদ তুলে দেওয়া হয়।

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শাহরাস্তির হাটপাড় প্রিমিয়ার লীগ (HPL) সিজন-১লং পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন
দেশ বদলাতে গিয়ে আমরা যাতে আগের অবস্থায় ফিরে না যাই: জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
কৃষি জমির টপ সয়েল বিক্রি বন্ধ করতে হবে: জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
জীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে উদ্যোক্তা যুবকের মৃত্যু
মতলব উত্তরের হাজীপুর কমপ্লেক্সের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
ফরিদগঞ্জে পিকআপের ধাকায় আহতের চারদিন পর ইমামের মৃত্যু

আরও খবর

error: Content is protected !!