কবির আহমেদঃ
মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে চাঁদপুর জেলার সামাজিক সংগঠনগুলোর অন্যতম ঐতিহ্যবাহী হাজীগঞ্জ সবুজ সংঘ কর্তৃক আয়োজিত নির্ধারিত সময়সূচী অনুযায়ী রোববার (০৪ ডিসেম্বর) রাতে প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে কেরাম দ্বৈত এর উদ্বোধনের মধ্য দিয়ে পক্ষকাল ব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন,অত্র ক্লাবের কার্যকরী কমিটির সহ-সভাপতি মোঃ মজিবুল হক।
এসময় উপস্থিত ছিলেন,সাধারন সম্পাদক মামুন রশিদ স্বপন, সিনিয়র সদস্য সোহরাব হোসেন,লোকমান হোসেন পাটওয়ারী, সহ-সম্পাদক মোঃ এমরান হোসে,কোষাধ্যক্ষ মোঃ ওসমাণ গণি মিয়াজী,দপ্তর সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল আল আমিন বাদল,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ,তথ্য,গাজী মাইন উদ্দিন মিঠু,সদস্য সাংবাদিক মোহাম্মদ কবির আহমেদ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ ওমর ফারুক,কাজী আবু নঈম মোঃ রবিউল আলম প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে উক্ত প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং মানব কল্যাণে আরো উন্নয়ন কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সকল সদস্যদের সহযোগিতা কামনা করা হয়।