হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হোসেন ইমাম হায়দার মুন্সীর ১৫তম মৃত্যুবার্ষিকীতে রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার (৭ নভেম্বর) বিদ্যালয়ের সহকারী প্রধান শিক মো. শাহজামালের নেতৃত্বে মরহুমের কবরে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপনের উদ্যোগে মরহুম হোসেন ইমাম হায়দার মুন্সীর আত্মার মাগফেরাত কামনায় অনুষ্ঠিত মিলাদ, দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা।
এ সময় পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সী, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আবু তাহের, মো. জসিম উদ্দিন, সহকারী শিক্ষক মো. বোরহানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মরহুমের পরিবার ও বাড়ির লোকজন উপস্থিত ছিলেন।