সুপ্রিম কোর্ট আইনজীবী সতিরি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে বুধবার রাতে। এর আগে দুপুরে হট্টগোল, ভাঙচুর-মারামারির হয় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে। রাত ১০টায় ঘোষিত ফলাফলে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির ও অ্যাডভোকেট মো. আব্দুন নূর দুলাল।
সভাপতি-সম্পাদক পদ ছাড়া সাদা প্যানেলের নির্বাচিত প্রার্থীরা হলেন- সহসভাপতি পদে মো. শহীদুল ইসলাম ও মোহাম্মদ হোসেন। আর এ প্যানেল থেকে সদস্য পদে নির্বাচিত হয়েছেন ফাতেমা বেগম, শাহাদাত হোসাইন (রাজিব) ও সুব্রত কুমার কুণ্ডু।
অন্যদিকে নীল প্যানেল থেকে কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ কামাল হোসেন ও দুটি সহ-সম্পাদক পদে যথাক্রমে মাহফুজ বিন ইউসুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান খান নির্বাচিত হয়েছেন। এ প্যানেল থেকে সদস্য পদে নির্বাচিতরা হলেন- কামরুল ইসলাম, মাহদীন চৌধুরী, মো. গোলাম আক্তার জাকির ও মো. মঞ্জুরুল আলম (সুজন)।