Header Border

ঢাকা, রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
হাজীগঞ্জে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচীর উদ্বোধন করলেন ইঞ্জি. মমিনুল হক হাজীগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন জেলাপ্রশাসক অনলাইন মাল্টি মিডিয়া বার্তা ২৪ এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন হোসেন বেপারী বৈষম্যহীন রাষ্ট্র গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: অ্যাড. সেলিম আকবর দেশ স্বাধীনের পর তাজউদ্দিনের থেকে ক্ষমতা কেড়ে নেন শেখ মুজিব—–লায়ন ইঞ্জি. মমিনুল হক হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে শিক্ষা উপকরণ বিতরণ  খেলাধুলার পাশা-পাশি পড়া-লেখাকে প্রাধান্য দিতে হবে– ডেপুটি অ্যাটর্নি জেনারেল আহসান উল্লাহ নারায়ণগঞ্জে জাসাস এর কর্মী সভা  মরহুম নুরুল হুদার অষ্টম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে আলোচনা সভা ও দোয়া  সিদ্ধিরগঞ্জে সাংবাদিক সম্মেলনে গোলাম রাব্বানি জমিসংক্রান্ত বিরোধকে দলীয় রূপ দেওয়ার অভিযোগ

হাইমচর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সম্পন্ন; সাবেক কমিটি বহাল  – Rknews71

হাইমচর প্রতিনিধিঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং জমকালো মনোমুগ্ধকর আয়োজনে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ প্রতীক্ষিত হাইমচর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি বলেন- রাজনৈতিক গতিধারা পরিবর্তনে সম্মেলনের বিকল্প নাই। সম্মেলনের মাধ্যমে পদ পদবী আসলেই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উজ্জীবিত থাকে। তাই এ দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে, এবং জননেত্রী শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় রাখতে দুঃসময়ের দক্ষ জনশক্তি নিয়ে কমিটি গঠন করতে হবে।
গতকাল শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নুর হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মজিবুর রহমান ভূইয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক পৌর মেয়র এ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।
সম্মেলনের শুভ উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ নাছির উদ্দীন ভূইয়া। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
বক্তারা বলেন, পৃথিবীর ইতিহাসে অনেক মুসলিম শাসক ক্ষমতায় এসেছেন আবার ক্ষমতা হারিয়েছেন। তাদের কেউ রাষ্ট্রের টাকায় ৫০৭টি মডেল মসজিদ নির্মান করে দেননি। এমন কোনো ইসলামিক শাসক পৃথিবীর ইতিহাসে দেখাতে পারবেন…? যারা শেখ মজিবুর রহমানের হত্যাকারী, সে পরিবার জিয়া পরিবার। বর্তমানে খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি। এ ধরনের খুনি পরিবার ক্ষমতায় আসলে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে।
দীর্ঘ প্রতীক্ষিত এ সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন, হুমায়ুন কবির প্রধানিয়া, হুমায়ুন কবির পাটওয়ারী, শাহজাহান মিয়া, শাহাদাৎ সরকার, হাবিবুর রহমান বেগ। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নুর হোসেন পাটওয়ারী, আতিকুর রহমান পাটওয়ারী, এস এম আল মামুন সুমন, সাহেদ হোসেন বেপারী, জি এম জাহিদ, ফখরুদ্দিন আলী আহমেদ।
সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. সাইফুদ্দিন বাবু, এ্যাড জহিরুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারীসহ জেলা, উপজেলা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলন শেষ হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাবেক কমিটি বহাল রেখে নতুন ঘোষণা করা হয়। এই কমিটির সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া ও সাধারণ সম্পাদক নুর হোসেন পাটওয়ারী।
আরো পড়ুন  হাজীগঞ্জে একদিনে শিশুসহ দুই জনের লাশ উদ্ধার

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হাজীগঞ্জে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচীর উদ্বোধন করলেন ইঞ্জি. মমিনুল হক
হাজীগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন জেলাপ্রশাসক
অনলাইন মাল্টি মিডিয়া বার্তা ২৪ এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন হোসেন বেপারী
বৈষম্যহীন রাষ্ট্র গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: অ্যাড. সেলিম আকবর
দেশ স্বাধীনের পর তাজউদ্দিনের থেকে ক্ষমতা কেড়ে নেন শেখ মুজিব—–লায়ন ইঞ্জি. মমিনুল হক
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে শিক্ষা উপকরণ বিতরণ 

আরও খবর

error: Content is protected !!