হাজীগঞ্জ ব্যুরো:
হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বির উদ্দোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় পশ্চিম বাজারস্থ গাউছিয়া হাইওয়ে চাইনিজ রেষ্টুরেন্ট এর সম্মূখ থেকে মিছিলটি বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঢাকা বিএনপি-জামায়াত এর সমাবেশকে কেন্দ্র করে হাজীগঞ্জ বাজারে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বির নেতৃত্বে দিনব্যাপী সতর্কবস্থানে ছিলেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। পরে সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সকল অপশক্তি রুখে দিতে বাজারে মিছিল বের করা হয়। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ পালন করেন তারা।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে পৌর ছাত্রলীগের সহসভাপতি মাহবুবুর রহমান বাবু, এমরান হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক তাছমিন, সহ-সম্পাদক মাহফুজুর রহমান মিলন, দ্বীন ইসলামসহ প্রতিটি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।