নরসিংদীর ছেলে আব্দুল হাকিম। ২০১৩ সালে যোগদান করেছিলেন পুলিশ কনস্টেবল হিসেবে।
কিন্তু একটা মানুষ যখন স্বপ্ন পুষে রাখে, আর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকে। তখন সবকিছু সহজ মনে হয়।
আব্দুল হাকিমও পেরেছেন। ৪০ তম বিসিএসে সবাইকে তাক লাগিয়ে সুপারিশ প্রাপ্ত হয়েছেন পুলিশ ক্যাডারে।
আমি এমন আর একজনকে দেখেছিলাম। সাব-ইন্সপেক্টর ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কাজ করতেন। পড়াশোনা করেছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গাইবান্ধার একটি কলেজে। লোকটাকে খুব ভাল লাগত, সারাক্ষণ বই নিয়ে থাকতেন। কবি নজরুলের মাজারের ভিতরে, কখনো চারুকলার নিরিবিলি স্থানে দেখতাম বই পড়তেন। ৩১ তম বিসিএস পুলিশ ক্যাডার হয়েছিলেন।
মানুষ তার স্বপ্নের সমান বড়। ঠিক এটাই সত্যি।