শাখাওয়াত হোসেন শামীম :
হাজীগঞ্জে উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের উদ্যোগে ১৯ তম বার্ষিক শিক্ষা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) রাজারগাঁও ফাজিল মাদ্রাসা মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শিক্ষা সংস্কৃতি ঐক্য সমাজকল্যাণের ধারক ও বাহক উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের ১৯তম শিক্ষা উৎসব-২০২২ (কৃতি শিক্ষার্থী ও হাফেজ সংবর্ধনা, বৃত্তি প্রদান, পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন আতিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও বিদ্যুৎ বিভাগ পাওয়ার সেল এর মহাপরিচালক ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, মাওলানা আনিসুর রহমান,অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ ইমন হোসেন, উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের উপদেষ্টা মোঃ আব্দুর রাজ্জাক বেপারী, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান চৌধুরী,পয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ লোকমান।
এছাড়াও উপস্থিত ছিলেন,উদয়নের স্থায়ী কমিটির সদস্য মোঃ জাকির হোসেন,মোঃ কামরুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।