Header Border

ঢাকা, শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
শিক্ষার্থী জাবীন ইসলাম সাবা’র কৃতিত্ব হাজীগঞ্জে আলীগঞ্জ সোনালী ব্যাংকের ব্যবস্থাপকদের বিদায়-বরণ হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ইকরা কিন্ডারগার্টেন কর্তৃক আয়োজিত নবীন বরণ মনোজ্ঞ সংস্কৃতি সন্ধ্যা। শাহরাস্তিতে জনতা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৫ বছর পর উত্তর গোবিন্দপুর ইউনিয়নে যুবদলের কর্মী সম্মেলন শাহরাস্তিতে অবৈধ ভাবে রাস্তা দখলে জনসাধারণের চলাচলের রাস্তা পুনরুদ্ধার করেছে প্রশাসন শাহরাস্তিতে বাদিয়া মাহবুবুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে রুহিতারপাড় যুব সমাজের ইফতার সামগ্রী বিতরণ 

শাহরাস্তির দিঘধাইরে ৫টি বসতঘরসহ ১০টি ঘর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি’র আর্থিক সহায়তা প্রধান 

মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দিঘধাইর গ্রামের হাজের বাড়ির বসতঘর ভস্মীভূত হওয়া ক্ষতিগ্রস্তদের পাশে আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, এমপি।

২৬ ডিসেম্বর (সোমবার) সাংসদ এর পক্ষে ক্ষতিগ্রস্থদের প্রত্যেককে ৫ হাজার টাকাসহ ২টি করে কম্বল উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য টেলিকনফারেন্সে ক্ষতিগ্রস্তদের সাথে  কথা বলেন এবং  তাদের প্রতি সমবেদনা জানান। তিনি ভস্মীভূত হওয়া ঘরগুলো পুনঃনির্মাণের জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে আবেদন জানানো হবে বলে জানান এবং মন্ত্রণালয়ের সহায়তায় ভস্মীভূত ঘরগুলো পুনঃনির্মাণ করে দেয়ার আশ্বাস দেন।

এ সময় সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এর পক্ষে ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র হাজী আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন(হেলাল), ইউপি সদস্য মোরসালিম বাঙ্গালী। উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কাশেম, ইউনিয় আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ফরাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২৫ ডিসেম্বর (রবিবার) দিনের ১১ ঘটিকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে মুহূর্তের মধ্যে ৫টি বসতঘর ও ৫ টি রান্নাঘর ভস্মীভূত হয়। ভস্মীভূত ৪টি ঘরে থাকা নগদ ৭ লক্ষ টাকা,স্বর্ণালঙ্কার, আসবাবপত্র সহ প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তারা জানিয়েছেন।

২৬ ডিসেম্বর সোমবার সরজমিন পরিদর্শনে গেলে আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া ঘরগুলোর মালিকরা কান্নায় ভেঙে পড়েন। এসময় তারা জানান, আগুনে তাদের পরিধেয় কাপড় ছাড়া আর কোন কাপড়চোপড় নেই। এমন কোন ব্যবস্থাও নেই যা দিয়ে তারা দ্রুত ঘর নির্মাণ সহ পরিধেয় বস্ত্রাদী ক্রয় করতে পারেন। তাই তাদের সহায়তা প্রয়োজন।

আরো পড়ুন   নিজ বাসায় খুন হলেন আওয়ামী লীগ নেতা রফিকুল্লাহ কোম্পানি | Rknews71

এদিকে আগুনে ভস্মীভূত ঘরের মালিকদেরকে ঘটনারদিন বিকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন(হেলাল), ইউপি সদস্য মোরসালিম বাঙ্গালী তাৎক্ষণিকভাবে সংসদ সদস্যের নির্দেশনায় প্রত্যেককে ১বস্তা চাউল ও নগদ দুই হাজার করে টাকা সহায়তা প্রদান করা হয়।

আশপাশের বাড়ির বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, ভস্মীভূত ঘরের মালিকগন সকলে অন্যের জমিতে চাষাবাদ-অটোরিক্সা চালিয়ে জীবন ধারন করেন। এলাকাবাসি ক্ষতিগ্রস্থদের সহায়তা দিয়ে পাশে দাঁড়াবার জন্য সংসদ সদস্যে নিকট জোর দাবি জানান।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শাহরাস্তিতে জনতা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
১৫ বছর পর উত্তর গোবিন্দপুর ইউনিয়নে যুবদলের কর্মী সম্মেলন
শাহরাস্তিতে অবৈধ ভাবে রাস্তা দখলে জনসাধারণের চলাচলের রাস্তা পুনরুদ্ধার করেছে প্রশাসন
শাহরাস্তিতে বাদিয়া মাহবুবুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মতলব উত্তরে রুহিতারপাড় যুব সমাজের ইফতার সামগ্রী বিতরণ 

আরও খবর

error: Content is protected !!