কবির আহমেদ,
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনানুযায়ী সারাদেশের ন্যায় চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ৫ নং সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুহিলপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইংরেজি নববর্ষের প্রথমদিন রোববার (০১ জানুয়ারি) সা আনন্দঘন পরিবেশে নতুন পাঠ্যপুস্তক বিতরন উৎসব উদযাপিত হয়েছে।
এদিন অত্র বিদ্যালয়ের হলরুমে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন টিটু।
এ সময় সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষকসহ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ও অভিভাবকদের মাঝে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. জামশেদ আলম, আমির হোসেন, ডা. জহির উদ্দিন, আবু তাহের পাটওয়ারী, শিক্ষক উত্তম কুমার দেবনাথ ও জহিরুল ইসলাম প্রমুখ।
সহকারী শিক্ষক মো. জাহিদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন, সহকারী শিক্ষক ইসমাঈল হোসেন, সুমন চন্দ্র শীল, রহিমা আক্তার, মাজেদা খাতুন, আব্দুল হালিম, আবুল হোসেন ও মো. শরীফ হোসেনসহ অন্যান্য শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন