মতলব উত্তর ব্যুরো :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বড় হলদিয়া বোরহানুল উলুম হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গনে আশেকে রাসূল, মাসুকে এলাহী, পীরে কামেল, আল্লামা শাহ্ সূফী হযরত মুহাম্মদ ফরীদুদ্দীন আত্তার (রহ.) কেবলার ৩দিন ব্যাপী ১৭তম আজিমুশ্শ্বান ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। গত ৩ জানুয়ারী থেকে ৫ জানুয়ারী পর্যন্ত এ মাহফিল চলবে।
৩ জানুয়ারী (মঙ্গলবার) ছদরে জলছা আলহাজ্ব হাফেজ আল্লামা ওয়াহীদুদ্দীন মুহাম্মদ ইছাম। মাহফিলের সার্বিক সহযোগীতায় আছেন মো. ফখরুল ইসলাম সরকার।
৪ জানুয়ারী বুধবার ওয়াজ করবেন, শায়খ মোহাম্মদ আশফাক আহমদ (মা.জি.আ.) পীর সাহেব হাসিমপুর দরবার শরীফ, বিশিষ্ট লেখক ও গবেষক মুফতি গাজী মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি খাদেম বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুর, তরুণ উদীয়মান বক্তা এসএম ইয়াসিন আহমদ আল ওয়েসী বি-বাড়িয়া, হযরত মাওলানা মিজানুর রহমান চাঁদপুরী ইমাম ও খতিব কমলাপুর জামে মসজিদ।
শেষ দিন ৫ জানুয়ারি বৃহস্পতিবার ওয়াজ করবেন ওস্তাজুল উলামা শাইখুল হাদিস আলহাজ্ব মোঃ সিরাজউদ্দৌলা প্রধান মুহাদ্দিস আল ওয়েসিয়া কামিল মাদ্রাসা, আল্লামা খাজা মোঃ আরিফুর রহমান তাহেরি পীর সাহেব গাছতলা দরবার শরীফ, তরুন উদীয়মান আলেমে দ্বীন মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম হেলালী প্রধান মুহাদ্দিস ধামতি আলিয়া মাদ্রাসা কুমিল্লা, মাওলানা মোঃ সোলাইমান ফকির প্রধান ফকিহ আল ওয়েসিয়া কামিল মাদ্রাসা, আন্তর্জাতিক ক্বারী মুহম্মদ জহিরুল ইসলাম ঢাকা, মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম ফরিদী খাদেম বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুর।