রিয়াজ শাওনঃ
মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এর পক্ষে ৩শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ২নং ইউনিয়ন আওয়ামী লীগ ও উন্নয়ন সমন্বয় কমিটি ।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকালে হাজিগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের বাকিলা উচ্চ বিদ্যালয়ে এই কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল মালেক এর সঞ্চালনায় বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এমএ খালেক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন।
এ সময় হাজী জসিম উদ্দিন বলেন,’ প্রিয় নেতা মেজর রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়ের পক্ষ থেকে আমরা আজকে কম্বল বিতরণ করছি। প্রিয় নেতা আমাদের নির্দেশ দিয়েছেন। যারা অসহায় তাদেরকে আমাদের নেতৃবৃন্দের সাথে আলাপ করে ওয়ার্ডে প্রকৃত একেবারে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করার। আমরা তাই করছি।
এসময় উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী। বাকিলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ডঃ শাহাদাতসহ ওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।