শাখাওয়াত হোসেন শামীম:
হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি রোটা.আলী আশরাফ দুলালকে দেখতে যান উপজেলা আওয়ামীলীগের তিনবারের নির্বাচিত সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোঃ মাইনুউদ্দিন।
গত শুক্রবার তিনি ঢাকায় মেয়ের বাসভবনে তাকে দেখতে যান। এসময় তিনি আলী আশরাফ দুলালের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং দীর্ঘক্ষণ থাকেন।
এ-সময় তিনি আলী আশরাফ দুলালের পরিবারের লোকদেরও খোঁজ-খবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন। এসময় তার সাথে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গোলাম ফারুক মুরাদ।
রোটা.আলী আশরাফ দুলাল হাজীগঞ্জ প্রেস-ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ৫ নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, উপজেলা কমিউনিটি পুলিশিং এর বর্তমান সভাপতি, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি, রোটারী ক্লাবের সাবেক সভাপতিসহ বিভিন্ন সামাজি সংগঠনের সাথে জড়িত রয়েছেন।