১৫২টি ভাষায় এক লাখের বেশি সংবাদপত্র প্রকাশিত হয় ভারতে। দেশটির মোট নিউজপ্রিন্ট আমদানির ৪৫ শতাংশেরও বেশি রাশিয়ার ওপর নির্ভরশীল। ফলে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে নিউজপ্রিন্ট সরবরাহ বিঘ্নিত হওয়ায় কাগজ সংকটে পড়েছে ভারতের বেশিরভাগ সংবাদপত্র।
নিরাপত্তার অভাব ও যুক্তরাষ্ট্র-ইইউ দেশগুলোতে নিষিদ্ধ হওয়ার ভয়ে রাশিয়ান সমুদ্রবন্দরে জাহাজ ভেড়াতে রাজি হচ্ছে না অধিকাংশ বিদেশি কার্গো জাহাজ। পাশাপশি সুইফট জটিলতায় নিউজপ্রিন্টের মূল্য পরিশোধ আটকে যাওয়ায় ভারতীয় কার্গো জাহাজগুলোতে রাশিয়ান নিউজপ্রিন্ট লোডিংও আটকে গেছে। দেশীয় নিউজপ্রিন্ট উৎপাদনকারী সংস্থাগুলোর এই সংকট সামাল দেওয়ার সক্ষমতা নেই বলে জানা গেছে।
ভারতের ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্ট, প্রেস কাউন্সিল ও এডিটরস অ্যাসোসিয়েশন আশঙ্কা প্রকাশ করে বলেছে, এই সংকট আর কিছুদিন চললে দেশব্যাপী বন্ধ হয়ে যেতে পারে একাধিক সংবাদপত্র।