মতলব উত্তর ব্যুরো :
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি গ্রামে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল করে চাষাবাদ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে আদালতে মামলা দায়ের করেন ওই গ্রামের মুক্তিযোদ্ধা জামাল হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন।
জানা গেছে, ১৬০নং বড় চরকালিয়া মৌজার বিএস ৭০৩ খতিয়ানে ৪২২ দাগে ৩৫ শতাংশ জমি হেবা মূলে দেলোয়ার হোসেন তার পিতা মুক্তিযোদ্ধা জামাল হোসেনের কাছ থেকে ক্রয় করে ভোগদখল করে আসছেন। ওই জমি নিয়ে দেলোয়ার হোসেনের ভাই কামাল উদ্দিন বকাউল জোর করে দখলের হুমকি ধামকি দিয়ে আসছে। এমতাবস্থায় দেলোয়ার হোসেন বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে উল্লেখিত ভ‚মি উপর ১৪৫ ধারায় স্থিতি অবস্থা জারি করেন আদালত। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা সত্তে¡ও বিবাদী কামাল উদ্দিন ট্রাক্টর দিয়ে চাষাবাদ করে ফসল ফেলেছে। এই অভিযোগে চাঁদপুর আদালতে গত ২৬ ডিসেম্বর ২২ ইং তারিখে আরো একটি অভিযোগ দায়ের করেন দেলোয়ার হোসেন।
এই অভিযোগের প্রেক্ষিতে আদালত পুনরায় ১৪৫ ধারা মোতাবেক উক্ত ভ‚মিতে পরিবর্তন, পরিবর্ধন, হস্তান্তর, ও ক্রয় বিক্রয় থেকে বিরত থাকার নির্দেশ দেন আদালত। মতলব উত্তর থানার এএসআই মো. সেলিম মিয়া নোটিশ জারী করেন।
বাদী দেলোয়ার হোসেন বলেন, আমার বাবা আমাকে জমি কবলা করে দিয়েছেন। কিন্তু বিবাদী আমার উপর জোর পূর্বক জমি দখল করতে চায়। এমনকি হুমকি ধামকি দিচ্ছে। উপায়ন্তর না পেয়ে বিজ্ঞ আদালতে আইনের আশ্রয় নিয়েছি।