মনিরুল ইসলাম মনির :
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ (বকনা বাছুর) বিতরন করা হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) মতলব উত্তর উপজেলা পরিষদ বটছায়ায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার বাস্তবায়নে ২০২২-২০২৩ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান (এআইজিএ) উপকরণ (বকনা বাছুর) বিতরন করেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিন) এর সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল।
আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল বলেন, ইলিশ জাতীয় সম্পদ। তাই ইলিশ রক্ষায় জেলেদের আন্তরিক হতে হবে। নিষেধাজ্ঞার সময় লোভী জেলেরা মা ইলিশ ও ঝাটকা নিধন করেন। এতে ইলিশ সম্পদের ব্যাপক ক্ষতি হয়। অসাধু জেলেরা যাতে এমন আত্মঘাতি কাজ না করেন সেজন্য সরকার বহুমুখী সহায়তা প্রদানের কার্যক্রম চালু করেছেন। ইলিশ সম্পদ রক্ষায় জেলেদের পুনর্বাসনের ব্যবস্থা করছেন সরকার। এ জন্য জাল নৌকা, চাল, নগদ টাকা ও গরু-ছাগল সহ কর্মসংস্থানের উপকরণ বিতরণ অব্যাহত রয়েছে। কারন ইলিশ আহরণের মাধ্যমে বেকারত্ব দ‚র করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।
তিনি বলেন, জাতীয় ইলিশ সম্পদ উন্নয়ন ও ইলিশ রক্ষায় ইলিশ আহরণকারী জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য গরুর বাছুর বিতরণ করা হচ্ছে। আওয়ামী লীগ সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে ইলিশ আহরণকারী জেলেদের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করছেন। ইলিশ ধরা বন্ধের সময় জেলেদের কথা ভেবে ভিজিএফ চাল দেয়া হচ্ছে। জেলারা এ বাছুর পালন করে নিজেদের কর্মসংস্থান করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিন) এর সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কদ্দুস।
আরো বক্তব্য দেন, মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আল এমরান খান, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন, জেলা পরিষদ সদস্য সরকার মো. আলাউদ্দিন, গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি ও ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মাহবুবুর রহমান সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোহাম্মদ জহির।