মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তির দক্ষিণ সূচীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের চারতলা ভীত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী,মেজর (অবঃ) রফিকুল ইসলাম,বীর উত্তম,এমপি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আমি জীবনের শেষ দিনটি পর্যন্ত এলাকার জন্য কাজ করবো, দেশের জন্য ও বিশ্ব মানবতার জন্য কাজ করবো, আমাদের শিক্ষার লক্ষ্য নিজেকে ভালো মানুষ হিসেবে তৈরি করা। আসুন সকল ভেদাভেদ ভুলে দেশটাকে ভালোবাসি।
তোমাদের জন্য আমি আমার জীবন উৎসর্গ করে কাজ করতে চাই, আমি চাই প্রতিটি ছেলে মেয়ের জীবনে প্রতিষ্ঠিত হোক, সে যেন কারো কাছে হাত না পাততে হয়, আমার কোন সন্তান যেন ক্ষুধার্ত না থাকে, আমার কোন সন্তান যেন বিনা চিকিৎসায় কষ্ট না পাক।
এটি একটি আধুনিক শিক্ষা প্রদান পাশাপাশি একটি ভালো মানুষ তৈরি করা, আর তুমি যখন বিশ্ব মানবতার একটি অংশ হিসেবে নিজেকে মনে করবে, অনুভব করবে, অনুধবণ করবে, তখনই তুমি একজন পূর্ণাঙ্গ মানুষ হবে। তখন তোমাকে দেখে তোমার যে বাবা বিশ্বের তাৎপর্য যে মাঠে কাজ করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে না খেয়ে, সেই বাবার মুখে হাসি ফোটবে, যে মা তার হাড়িতে খাওয়ার টুকু লুকিয়ে রেখেছেন হয়তো কিছুই নেই তুমি দেখতেও পাওনি সেই মা তখন পরিতৃপ্ত হবেন খুশি হবেন, কাজে একটি শিক্ষা প্রতিষ্ঠানে সকল ছাত্র-ছাত্রীর প্রতি আমার আহ্বান থাকবে রাজনীতি কর, কিন্তু রাজনীতির পিছনে জীবন নষ্ট করবে না, আমার পিছনে জীবন নষ্ট করবে না, আমাকে সহায়তা করবে,তোমার যখন কাজ পড়বে আমাকে সুস্পষ্ট ভাবে যে স্যার আমার কাজ শেষ, আমার লেখাপড়া করতে হবে, সেই সাহস নিয়ে কাজ করতে হবে তোমাকে।
তোমরা তোমাদের বাবা মাকে জিজ্ঞাসা কর তোমরা কতখানি কষ্ট করো আমার জন্য , যদি তোমাদের বাবা-মা বলে তাহলে তোমাদের চোখের পানি চলে আসবে। কাজে সকলের প্রতি তোমাদের আমার আবারও আহ্বান থাকবে বিশ্ব মানবতার অংশ হও ভালো মানুষ হও, দেশকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, নিজেকে নিয়ে ব্যস্ত থেকো না, মানুষের মঙ্গলের জন্য কাজ করে যাও। বিশ্ব মানবতার জন্য কাজ করি,আমরা আমার দেশটাকে ভালোবাসি, দেশের মানুষকে ভালবেসে তাদের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করি। পরিশেষে তিনি বলেন।
আমাকে ফুল ও ক্রেস্ট দেওয়ার প্রয়োজন নাই, যে টাকা দিয়ে ফুল ও ক্রেস্ট দিবেন ওই টাকাগুলো অসহায়,গরিব মানুষের পাশে গিয়ে সহযোগিতা করুন।
সপ্রাবি’র সহকারী শিক্ষক হুমায়ুন কবির সেন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ, শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ শহিদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন হেলাল, মোঃ মোস্তফা কামাল মজুমদার, পোর আওয়ামী লীগের সভাপতি মনজুরুল ইসলাম জুয়েল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল বাশার পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলম পাটোয়ার, চিতোষী ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন ফরাজী, মোঃ কামরুল ইসলাম মজুমদারসহ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।
এছাড়াও একই দিন সকালে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের গন্ধর্ব্যপুর শ্যামলী গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, সূচীপাড়া উত্তর ইউনিয়নের ধামরা হতে ফেরুয়া সড়ক ভায়া (ক্বারী বেলায়েত সাহেবের মাদ্রাসা) রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন, শাহরাস্তির চিতোষী পূর্ব ইউনিয়নের চিতোষী ডিগ্রী কলেজের চারতলা ভীত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন, বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে শাহরাস্তিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক অনুদানের চেক বিতরণ ও সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন।