রিয়াজ শাওনঃ
শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে হাজীগঞ্জে ৫১তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) বিকালে হাজীগঞ্জ উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের মাঠে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার বিতরণ করা হয়।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের সভাপতিত্বে
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল এ বক্তব্য দেন, হাজীগঞ্জ-শাহারাস্তি সংসদীয় আসনের সাংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
এ-সময় তিনি বলেন, সাম্প্রতিক সময়ে হাজিগঞ্জ উপজেলার মেয়ে ফুটবলাররা জেলা পর্যায় রানার্সআপ হয়েছে। আমি বিশ্বাস করি হাজীগঞ্জের শিক্ষার্থীরা খেলার মাধ্যমে সারা বাংলাদেশ সুনাম অর্জন করবে। আজ যারা বিভিন্ন খেলায় কৃতিত্ব অর্জন করেছেন তাদেরকে অভিনন্দন, আর যায় খেলায় অংশ গ্রহন করেছে তাদের সবার জন্য শুভ কামনা রইলো।
জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফিজুর রহমান।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলার ম্যাধমিক পর্যায়ের সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
অনুষ্ঠান শেষ ৪১টি ইভেন্টে অংশগ্রহন করে যে সব প্রতিযোগী ১ম, ২য়, ৩য় ও চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয়েছে হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।