মোহাম্মদ হাবীব উল্যাহ্:
চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ২ শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারী) বিকালে থানা চত্ত্বরে স্থানীয় অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং উপস্থিত সকলের হাতে একটি করে কম্বল তুলে দেন।
এরপর পুলিশ সুপার থানা চত্ত্বরে সবজি ও পুকুরে চাষ পরিদর্শন শেষে উপজেলার আইন-শৃঙ্খলা ও থানার আনুষাঙ্গিক কার্যক্রমের বিষয়ে খোঁজ-খবর নেন এবং থানার অফিসারের দিক-নির্দেশনা দেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, অসহায় মানুষের শীত নিবারনের লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।