মতলব উত্তর ব্যুরো :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের রঙ্গুখাঁ কান্দি গ্রামের অসুস্থ মো. কাশেম অসহায় অবস্থায় দিনাতিপাত করেছিলেন। তার এই অসহায়ত্বের বিষয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদ পেয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়ালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মফিজুল ইসলাম দেওয়ান।
মঙ্গলবার (১৭ জানুয়ারী) মফিজুল ইসলাম সাংবাদিকদের কাছ থেকে পরিবারটির ব্যাপারে খোঁজ খবর নেন। পরে ২ বস্তা চিকন চাউল এবং নগদ ৫ হাজার টাকা দিয়ে সহায়তা পৌঁছে দেন তিনি। মফিজুল ইসলাম মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের আমুয়াকান্দি গ্রামের কৃতি সন্তান। তিনি ঢাকার উত্তরা এলাকায় বসবাস করেন।
উপহার সামগ্রী পৌঁছে দেন দেওয়ান মোঃ মফিজুল ইসলামের ভাতিজা মোঃ আবিদ দেওয়ান।
মফিজুল ইসলাম বলেন, আল্লাহ তায়ালা কখন কাকে কিভাবে রাখবেন তিনিই তা ভালো জানেন। কার অবস্থা কখন কেমন হয় তা আমরা কেউ জানি না। তাই বিপদে আপদে সকলেই সকলের পাশে থাকা ভালো। আমি আমার জায়গা থেকে সাধ্যমত পরিবারটির পাশে দাঁড়ালাম। আমি সবার কাছে দোয়া চাই।