আহসান হাবীব সুমন, কচুয়া প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক গভর্নর, বৃহত্তর কুমিল্লা জেলা আওয়ামীলীগ লীগের সাধারণ সম্পাদক ও বহুদ্বীনি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট আবদুল আউয়াল খন্দকারের ২৪ ৩ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও মরহুমের স্মৃতিচারণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
মরহুম এ্যাডভোকেট আবদুল আউয়াল ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার মরহুম নিজ বাড়ি উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের হোসেনপুর গ্রামের খন্দকার বাড়িতে ২৪ ৩ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও মরহুমের স্মৃতিচারণ করে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদের দুই দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি শাহজাহান শিশির।
এ্যাডভোকেট আবদুল আউয়াল খন্দকারের মেয়ে এড জান্নাতুল ফেরদাউসের সভাপতিত্বে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে স্মৃতিচারণ করে মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাতে অংশ গ্রহণ করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার, জিয়াউর রহমান হাতেম, সমাজসেবক খন্দকার ফিরোজ আহমেদ, আওয়ামী লীগ নেতা আফজাল মুন্সি, ইউপি চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান আরিফ, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন মুন্সি, মরহুম এ্যাডভোকেট আবদুল আউয়াল ফাউন্ডেশনের সভাপতি কাজী জহিরুল ইসলাম টগর, সাধারণ সম্পাদক এম এস আর বাবু, সদস্য ও আওয়ামী লীগ নেতা জাফরুল ইসলাম খোকন, আওয়ামীলীগ নেতা আহসান হাবীব প্রানজলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মরহুমের স্মৃতিচারণ করে আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অতিথি বৃন্দু মরহুমের কবর জিয়ারত ও পূস্পার্ঘ অপর্ন করেন।