স্টাফ রিপোর্টার :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভাস্থ ধনারপাড় ইসলামিয়া দাখিল মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি নির্বাচিত হয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (অবঃ) বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুল ইসলাম।
২২ জানুয়ারি মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিদের প্রস্তাব ও সমর্থনে সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুল ইসলামকে পুনরায় সভাপতি নির্বাচিত করা হয়েছে। সভাটি পরিচালনা করেন মাদ্রাসার সুপার মাওঃ আমিনুল এহসান। বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মুন্সীরহাট কলেজের সভাপতি এমএ আজিজ বাবুল, বিশিষ্ট সমাজসেবক মোঃ সফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।