ফাহাদ খান:
পবিত্র ওমরাহ হজ¦ করতে সৌদি আরবে অবস্থাকালিন সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র যুগ্মআহŸায়ক ও বিশিষ্ট ঠিকাদার হাজী শফিকুর রহমান(৫০)। রবিবার (৫ফেব্রæয়ারী) বিকেলে সৌদি আরবে অবস্থান কালীন সময়ে মৃত্যু বরণ করেন তিনি। হাজী শফিকুর রহমান মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গত ২৬ জানুয়ারি হাজী শফিকুর রহমান পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গমণ করেন। সেখানেই তিনি রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।
এদিকে হাজী শফিকুর রহমানের মৃত্যুতে ফরিদগঞ্জের সাবেক সংসদ সদস্য ড. মুহম্মদ শামছুল হক ভুঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ভাইসচেয়ারম্যান জিএস তছলিম, সাবেক ভাইসচেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহŸায়ক মহিউদ্দিন ভূইয়া ইরানসহ যুবলীগের নেতৃবৃন্দ গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।