মতলব উত্তর ব্যুরো :
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন কর্মসূটি (টিআর) প্রকল্পের অর্থায়নে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার শিকিরচর গ্রামে গ্রামীন রাস্তায় মাটি দিয়ে সংস্কার করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের তদারকিতে এ রাস্তা বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের সভাপতি আওয়ামী লীগ নেতা মো. সফিকুল ইসলাম গ্রামের গন্যমান্য ব্যাক্তি ও দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে এ কাজ বাস্তবায়িত করছেন। ৪নং শিকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে শিকিরচর (দেওয়ানবাড়ি) জামে মসজিদ পর্যন্ত রাস্তার ৮শ’ মিটার রাস্তায় মাটি ফেলা হয়। এ কাজে ৪০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয় বলে জানান সফিকুল ইসলাম।
এ রাস্তাটি গ্রামবাসির খুবই প্রয়োজনীয় রাস্তা। এ রাস্তা দিয়ে গ্রামের বাসিন্দারা চলাচল করে থাকে।
মো. সফিকুল ইসলাম জানান, শিকিরচর গ্রামের খুবই প্রয়োজনীয় রাস্তাটি চলাচল করার অবস্থায় ছিল না। তাই চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এর কাছে রাস্তাটি মেরামত করার দাবি জানালে তিনি টিআর প্রকল্পের কিছু টাকা বরাদ্দ দেন। এ বরাদ্দের অর্থায়নে রাস্তায় মাটি ফেলার কাজ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন কর্মসূটি (টিআর) প্রকল্পের অর্থায়নে শিকিরচর গ্রামের রাস্তায় মাটি ফেলা হয়। এতে গ্রামবাসীর চলাচলে সহজ হবে।