শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জে কিশোরী ধর্ষনের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন গন্ধর্ব্যপুর গ্রামের নিমাই চন্দ্র দাস,মো: মমিন, মো:মামুন ও মো: মিজান।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে তাদেরকে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়।
সোমবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধ্যর্বপুর ইউনিয়নের পশ্চিম গন্ধ্যর্বপুর গ্রামের নিমাই চন্দ্র দাস রামগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রাম থেকে এক কিশোরীকে (১৬) তার গ্রামে নিয়ে যান।
পরে স্থানীয় কিছু যুবকের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে রাতভর ওই কিশোরীকে গণধর্ষণ করার অভিযোগ উঠে।
তবে স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আহমেদ হীরা বলছেন, একজন হিন্দু ছেলে মুসলিম মেয়েকে নিয়ে এলাকায় বাগবিতণ্ডা হয়। পরে তাদের’কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ বিষয়ে বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী কিশোরী।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক নুরে আলম জানান, এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত পাঁচজনের মধ্যে চারজন’কে আটক করা হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ জানান, কিশোরী ভাষ্যমতে তাকে প্রেমের প্রলোভন দেখিয়ে নেয় কিছু যুবক। পরে সে রাতভর গণধর্ষণের শিকার হতে হয়। ধর্ষিতা কিশোরীকে মেডিকেল চেকআপের জন্য চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হয়েছে।