কবির আহমেদ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বুধবার (৮ ফেব্রুয়ারী) সকালে ঘোষিত সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড সারাদেশব্যপী একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে চাঁদপুর জেলার হাজীগঞ্জে উপজেলাধীন পৌর এলাকার বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ছিল ১২৪ জন।কৃতকার্য হয়েছে ১২৩ জন। পাশের হার ৯৯.১৯%। জিপিএ ৫ পেয়েছে ১৭ জন এবং A পেয়েছে ১০৬ জন।
পড়ালেখার গুণগতমান এবং প্রকাশিত প্রাপ্ত ফলাফলে অভিভাবকবৃন্দ,শিক্ষক -শিক্ষিকাবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ এবং সচেতনমহল সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতেও এ সাফল্য অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।