শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা- ২০২২ এর ফলাফল প্রকাশিত হয়েছে। উপজেলার এবার এইচ এসসি ও সমমানের অংশগ্রহনকৃত ২৪শ ২৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৩শ ২৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৪শ ৬৮জন। অকৃকার্য হয়েছে ৯৮ জন। পাশের হার ৯৫.৯৬%।
উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জিপিএ-৫ সেরা হাজীগঞ্জ সরকারী মডেল কলেজ ও দ্বিতীয় হাজীগঞ্জ ডিগ্রি কলেজ। সেইসঙ্গে ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য মাত্র ১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী শতভাগ পাস করেছে । উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতার কার্যালয় সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ সরকারী মডেল কলেজ থেকে ১ হাজার ৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ হাজার ৩২ জন, জিপিএ-৫ পেয়েছে ৩১১ জন,গড় পাশের হার ৯৮.৬৬%, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে ৬শ’১০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫শ’৫৫ জন, জিপিএ-৫ পেয়েছে ৯৫ জন,গড় পাশের হার ৯০.৯৮%, নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ থেকে ১৬৭জন পরীক্ষার্থীর মধ্য পাশ করেছে ১৬২ জন, জিপিএ-৫ পেয়েছে ১০ জন, গড় পাশের হার ৯৭%, বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজ থেকে ৬৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে পাশ করেছে ৫৮ জন, এই প্রতিষ্ঠানের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২ জন, গড় পাশের হার ৮৯.২৩%, দেশগাঁও ডিগ্রি কলেজ থেকে ৮৪ জন পরীক্ষার্থীর বিপরীতে পাশ করেছে ৮২ জন, জিপিএ এর সংখ্যা ৬ জন, গড় পাশেই হার ৯৭.৬২%, ধড্ডা মোফাজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের ১৫০ জন পরীক্ষার্থীর মাঝে পাশ করেছে ১৪৪ জন, জিপিএ-৫ এর সংখ্যা ২ জন, গড় পাশের হার ৯৬%, কাকৈরতলা জনতা কলেজ থেকে ১৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১৪২ জন, জিপিএ-৫ এর সংখ্যা ৩৪ জন, গড় পাশের হার ১০০%, হাজীগঞ্জ মডেল সরকারী পাইলট হাই স্কুল এন্ড কলেজ থেকে ১৩০ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১২২ জন, জিপিএ-৫ এর সংখ্যা ৭ জন, গড় পাশের হার ৯৩.৮৫ % ও হাজীগঞ্জ কমার্স কলেজ থেকে ৩০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছেন ২৯ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ১ জন, পাশের হার ৯৫.৯৬%।