কবির আহমেদ :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বুধবার (৮ ফেব্রুয়ারি ) ঘোষিত সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড সারাদেশব্যপী একযোগে চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে চাঁদপুর জেলার হাজীগঞ্জে উপজেলা ১৩টি আলিম সাধারন শাখার পাশের হার ৯৬.৯০% এবং A+ পেয়েছে ৫৩ জন পরীক্ষার্থী।
আলিম পরীক্ষার প্রকাশিত ফলাফলে হাজীগঞ্জ দারুল উলুুম আহমাদিয়া কামিল মাদ্রাসার ১৮ জন কৃতি শিক্ষার্থী এ+ পেয়ে উপজেলায় শীর্ষস্থান অর্জন করেছে।অত্র প্রতিষ্ঠান থেকে কৃতকার্য হয়েছে ১১৮জন এবং পাশের হার৯৮.৩৩%।
শতভাগ পাশ করেছে ৫টি প্রতিষ্ঠান। এগুলো হলো-নেছারাবাদ ফাজিল মাদ্রাসা থেকে কৃতকার্য হয়েছে ২২ জন,রাজারগাঁও ফাজিল মাদ্রাসা থেকে কৃতকার্য হয়েছে ২৭ জন এবং এ+ পেয়েছে ৬ জন,রামচন্দ্রপুর কাসেমিয়া ছিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা থেকে কৃতকার্য হয়েছে ১০ জন এবং এ+ পেয়েছে ০২ জন,সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা থেকে ১৭ জন কৃতকার্য হয়েছে এবং সালেহ আবাদ এমএন ফাজিল মাদ্রাসা থেকে ২৭ জন কৃতকার্য হয়েছে ও এ+ পেয়েছে ০৫ জন।
সুহিলপুর এবিএস ফাজিল মাদ্রাসা থেকে কৃতকার্য হয়েছে ২২ জন ও এ+ পেয়েছে ০৩ জন,বলাখাল এনএমএন আলিম মাদ্রাসা থেকে কৃতকার্য হয়েছে ১৯ জন ও এ+ পেয়েছে ০২ জন,কাকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে কৃতকার্য হয়েছে ১৭ জন ও এ+ পেয়েছে ০২জন এবং কাপাইকাপ ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে কৃতকার্য হয়েছে ২০ জন এবং এ+ পেয়েছে ০২ জন কৃতি শিক্ষার্থীবৃন্দ।