আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে দ্রুতই ফয়সালা হবে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হ্যাসের সঙ্গে বৈঠকের পর আইনমন্ত্রী এ কথা জানান।
আনিসুল হক বলেন, রাশেদ চৌধুরীকে ফেরাতে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি (পিটার) বলেছেন, এটা একটা বার্নিং ইস্যু, এ ইস্যুগুলো দ্রুত ফয়সালা করা উচিত।
এ বিষয়ে সম্পর্কে নেতিবাচক ছায়া পড়ুক, সেটা তিনি (পিটার) চান না। এ ব্যাপারে কিছু মডালিটির আলাপ হয়েছে। সেই মডালিটি অনুযায়ী আমরা এগিয়ে যাব, সেটাই সিদ্ধান্ত নিয়েছি।
আইনমন্ত্রী বলেন, পিটার আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সম্পর্কে জানতে চেয়েছেন। এ বিষয়ে তাকে বলেছি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কখনও বাক-স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার জন্য করা হয়নি। এটা করা হয়েছে সাইবার সিকিউরিটি রক্ষার জন্য।
এ ছাড়াও ঢাকায় একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। আমি (আইনমন্ত্রী) বলেছি আদালত এ মামলাটি গুরুত্বের সঙ্গে বিচার কার্য পরিচালনা করছে। তবে মার্কিন রাষ্ট্রদূত তাদের একজন আইনজীবী নিয়োগের কথা বলেছেন। সেই রকম একটা পারমিশন হয়তো চাইবেন। আমি বলেছি, সেখানে আমাদের কোনো আপত্তি নেই।