মনিরুল ইসলাম মনির:
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগের সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার পৌরসভার ৭নং ওয়ার্ডের নেতাদের মাঝে ফরম বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
এসময় এমএ কুদ্দুস বলেন, বাংলাদেশ ইতিহাস ও ঐতিহ্যের দল। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্বের দল। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় দেশ উন্নয়ন করার দল। তাই আসুন আওয়ামী লীগের পতাকাতলে থেকে বাংলাদেশকে একটি স্মার্ট দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকি। তাহলেই আমরা পাব ডিজিটাল স্মার্ট বাংলাদেশ।
তিনি আরও বলেন, আওয়ামী লীগকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। কেন্দ্রীয় নির্দেশে সারাদেশে চলছে এই কার্যক্রম। আমরাও মতলব উত্তরে শুরু করেছি। এর আগে আনুষ্ঠানিকভাবে ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়েছিল। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে দলের হয়ে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুলুন।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধানের পরিচালনায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, পৌর আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমান মাষ্টার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক ইমতিয়াজ, সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন ঢালী খোকন ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামান সরকার’সহ নেতৃবৃন্দ।