মনিরুল ইসলাম মনির:
‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে মতলব উত্তর উপজেলায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
বুধবার (১ মার্চ) জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে উপজেলার ছেংগারচর বাজারের বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকার বীমার গুরুত্ব ও সুফল জনগণের কাছে পৌঁছাতে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। বীমা খাতের উন্নয়নে জাতির পিতার দেখানো পথই আমরা অনুসরণ করছি। বীমা হল নির্দিষ্ট অর্থের বিনিময়ে জীবন, সম্পদ বা মালামালের সম্ভাব্য ক্ষয়ক্ষতির ঝুঁকি কোন প্রতিষ্ঠানকে হস্তান্তর করা।
এসময় বক্তব্য রাখেন, ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর চাঁদপুর জোন অপারেশন ছেংগারচর দক্ষিণ ইউনিট ম্যানেজার মো. নুরে আলম, রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর ছেংগারচর এজেন্সী ইনচার্জ মো. রফিকুল ইসলাম, ন্যাশনাল লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর চাঁদপুর জোনের এজিএম মো. মনির হোসেন, পপুলার লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর শাখা ব্যবস্থাপক মো. শাহাদাৎ হোসেন ও আবুল হাশেম, পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর ডিজিএম আবদুল আজিজ, সোনালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর এফএ মো. নিজাম উদ্দিন প্রমুখ।