মো.শাহ আলম ভূঁইয়া:
নবগঠিত শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবন্দকে ফুলেল সংবর্ধনা দিয়েছেন টামটা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি ও উক্ত পরিষদের সদস্যরা।
বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় টামটা উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, প্রেসক্লাব সদস্য সজল পাল, ফয়েজ আহমেদ, মোঃ কামরুজ্জামান সেন্টু, মোঃ জামাল হোসেন, মোঃ মহিউদ্দিন টামটা উত্তর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, ইউপি সদস্য মোঃ নজির আহমেদ, আইয়ুব আলী, মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে টামটা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি প্রেসক্লাবের নবগঠিত ও সাবেক কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
তিনি সংবাদপত্রের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের জনকল্যাণমুখী সার্বিক কর্মকাণ্ড, সরকারের উন্নয়ন, স্থানীয় সমস্যা-সম্ভাবনা ও জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর অনুরোধ জানান।