মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল সার্বজনীন মহাশশ্মানের আয়োজনে পবিত্র গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। অষ্টমী তিথী উপলক্ষে মহাশশ্মানের সৎকার কমিটির সার্বিক ব্যবস্থাপনা ও শিব সংঘের সহযোগিতায় শনিবার দিনব্যাপী এই গঙ্গাস্নানে উপজেলার বিভিন্ন স্থান থেকে পূর্ণ্য লাভের আশায় হিন্দু ধর্মাম্মবলীরা জমায়েত হন। এ সময় তারা মহাশশ্মান সংলগ্ন ডাকাতিয়া নদীতে পবিত্র গঙ্গাস্নান অনুষ্ঠানে যোগ দেন।
পবিত্র এই গঙ্গাস্নান উপলক্ষে মহাশশ্মান সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে পূর্ণার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। মহাশশ্মানের সভাপতি সুখেন্দু রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক রাধা কান্ত রাজুর নেতৃত্বে এবং সৎকার কমিটির সভাপতি নন্দ দুলাল দাস ও সাধারণ সম্পাদক ইন্দ্রজীৎ দাসের সার্বিক তত্ত্বাবধানে গঙ্গাস্নানে আসা পূর্ণার্থীরা উৎসব মুখর পরিবেশে এবং নিরাপদে গঙ্গাস্নান সম্পন্ন করেন।
উল্লেখ্য, ২০২০ইং সালে বলাখাল-নাটেহরা ব্রীজ সংলগ্ন হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল সার্বজনীন মহাশশ্মান প্রতিষ্ঠাকালীন সময় থেকে হিন্দু ধর্মালম্বীদের সৎকারসহ যাবতীয় ধর্মীয় অনুষ্ঠানগুলো উৎসবমূখর পরিবেশে সম্পন্ন করে থাকে। এর মধ্যে অন্যতম হল এই অষ্টমী তিথীর পবিত্র গঙ্গাস্নান।