শাখাওয়াত হোসেন শামীম:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের পানিতে ডুবে মো. আব্দুল আজিজ (০৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ মার্চ) সকাল ১১টায় ইউনিয়নের পশ্চিম কালচোঁ তালুকদার বাড়িতে এই ঘটনা ঘটে। শিশু মো. আব্দুল আজিজ (০৩) ওই বাড়ির আব্দুল কুদ্দুসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ির উঠানে খেলছিলো শিশু মো. আব্দুল আজিজ (০৩)। হঠাৎ করেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজা খুঁজির পর বাড়ির পুকুরে পাওয়া যায়। স্থানীয়রা শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।