আহসান হাবীব সুমন:
কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের নাউপুরা ফকির বাড়ির মৃত ইয়াকুব আলীর বিধবা মেয়ে শাহীন আক্তার (২৩)ব্লাড ক্যান্সারে আক্রান্ত । শাহীন আক্তার তাঁর একমাত্র শিশু কন্যা সামিয়া(৫)’র জন্য বাঁচতে চেয়ে দেশবাসীর নিকট চিকিৎসার জন্য আকুতি জানিয়েছেন।
২৬ জানুয়ারী তার শারিরিক সমস্যা দেখা দিলে সে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়। ডাক্তারগন বিভিন্ন পরীক্ষার নিরীক্ষার পর ক্যান্সার আক্রান্ত সন্দেহ করে শাহীন আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি ও বোন ম্যারো ট্রন্সপ্লান্ট (ক্যান্সার) বিভাগে প্রেরণ করে। ওই বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশ্রাফুল হক চৌধুরী শাহীন আক্তারের শরীরে ৬০% বøাড ক্যান্সার জীবানু আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে। ডাক্তারগন ব্লাড ক্যান্সার চিকিৎসা ক্যামোথেরাপি / ঔষধ ব্যবহারে পরামর্শ প্রদান করেন । ক্যামোথেরাপির ব্যায়ভার বহনে সক্ষম না হওয়ায় শাহীন আক্তারকে ডাক্তার নিয়মিত ঔষধ ব্যবহারে ব্যবস্থাপত্র প্রদান করেন । শাহীন আক্তার জানান, প্রতি সপ্তাহে ঔষধ কিনতে প্রায় ২৫ হাজার টাকার প্রয়োজন যা আমার পক্ষে সম্ভব না। শাহীন আক্তারের নগদ এ নাম্বারে-০১৮২৩১৯৭০৬০ দেশবাসীর নিকট আর্থিক সহযোগিতার জন্য আকুতি জানিয়েছেন । উল্লেখ : শাহীন আক্তার তাঁর বিধবা হতদরিদ্র মায়ের সংসারে থেকে তার মেয়ে সামিয়াকে নিয়ে বেঁচে থাকিার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন।