মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়নের এতিহ্যবাহী বেলচোঁ উচ্চ বিদ্যালয়ে নবাগত প্রধান শিক্ষক এ.এইচ.এম খোরশেদ আলম যোগদান করেছেন। স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে উত্তীর্ণ হয়ে তিনি বুধবার (২২ মার্চ) সকালে প্রধান শিক্ষক হিসাবে বিদ্যালয়ে আনুষ্ঠানিক যোগদানের মাধ্যমে তাঁর কর্মদিবস শুরু করেন।
এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান, পরিচালনা পর্ষদের সভাপতি মো. আহসান হাবিবসহ অন্যান্য সদস্য ও শিক্ষক, শিক্ষার্থীরা। যোগদান অনুষ্ঠানে তিনি প্রধান শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনসহ নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মো. দুলাল হোসেন মিয়াজী, অহিদুল ইসলাম মোহন, মো. নুরুন্নবী, বিদ্যোৎসাহী সদস্য রোটা. জয়দেব পাল, প্রাক্তণ প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শরীফ উল্যাহ্, সহকারী প্রধান শিক্ষক মো. জাকির হোসেন পাটওয়ারী, শিক্ষক প্রতিনিধি মানিক চন্দ্র শীল, মো. মঞ্জুর হোসেনসহ সকল শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।