Header Border

ঢাকা, রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল)
শিরোনাম
হাজীগঞ্জে অর্থনৈতিক মূল শুমারীর সুপারভাইজার ও গণনাকারীগণের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও তাপস শীল বাংলাদেশ শিক্ষক সমিতি হাজীগঞ্জ উপজেলার শাখার কমিটি গঠন বাংলাদেশ শিক্ষক সমিতি হাজীগঞ্জ শাখার নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হাজীগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলে নেন ভূমিধস্যু আবদুল খালেক গং না’গঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়ন চাষাঢ়া উপ-কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ডাকাতিয়া নদী ও সিআইপির খালের দুরাবস্থা পরিদর্শনে জেলা প্রশাসক ও পাউবো নিবার্হী প্রকৌশলী  ফরিদগঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ফরাজীকান্দি ইউনিয়নে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বিএনপির জন সমাবেশ মতলব উত্তরে কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় ৬ জেলে আটক শাহরাস্তিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে ডে -নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

আমি গর্ব করে বলতে চাই আমার বাবা রিক্সাচালক : হারিছা

রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বরিশালের বানারীপাড়র দরিদ্র রিকশাচালক মিজানুর রহমানের মেধাবী কন্যা সাদিয়া আফরিন হারিছা বাবা- মায়ের মুখ উজ্জ্বল করেছেন।সকাল থেকে রিকশা চালিয়ে বাবা চাল নিয়ে আসতেন বিকালে। রান্না করে ভাত খেতাম সন্ধ্যায়, ক্লান্ত শরীরে রাতে পড়তে পারতাম না। তবু অনেক কষ্ট করে পড়াশোনা করে মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েছি। বাবার কাছে আমি কৃতজ্ঞ।’

এভাবেই কথাগুলো বললেন বরিশালের বানারীপাড়ার ৪ নম্বর ওয়ার্ডের রিকশাচালক মিজানুর রহমানের মেয়ে সাদিয়া আফরিন হারিছা। এবার রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, মেডিক্যালে ভর্তির সুযোগ পাওয়ার পর যেখানে আনন্দিত হওয়ার কথা, সেখানে হারিছার পরিবারে বিরাজ করছে আর্থিক দৈন্যতা। সফলতা পেলেও মেয়েকে কীভাবে মেডিক্যালে ভর্তি করবেন, কীভাবে চলবে পড়াশোনা; এসব নিয়ে দুশ্চিন্তায় রয়েছে হতদরিদ্র পরিবারটি।

অটোরিকশাচালক মিজানুর রহমান হাওলাদারের তৃতীয় কন্যা হারিছা। বড় মেয়ে মাস্টার্স, মেজো মেয়ে ডিগ্রি এবং ছোট মেয়ে নবম শ্রেণিতে পড়ে।

হারিছা বলেন, ‘শুরু থেকেই স্বপ্ন ছিল মানবিক চিকিৎসক হওয়ার। পরিবারে আর্থিক সংকট থাকায় প্রাইভেট পড়া, এমনকি ঠিকমতো পড়াশোনার সুযোগ পাইনি। তবে প্রতিটি ক্লাসে মন দিয়ে শিক্ষকদের পড়া আয়ত্ত করতাম। স্কুল এবং কলেজশিক্ষকদের সবসময় সহানুভূতি পেয়েছি। অনেক কষ্ট করে মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েছি। কিন্তু স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক সংকট। হয়তো কেউ সহায়তা করলে এই সংকট কেটে যাবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় ও বিভাগীয় পর্যায়ে এ পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতায় স্বর্ণ ও ব্রোঞ্জ পদক এবং ৬৭টি সার্টিফিকেট পেয়েছেন হারিছা। রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষায় ৩০০ নম্বরের মধ্যে ২৭৮ নম্বর পেয়েছেন।

হারিছা বলেন, ‘গর্ব করে বলি আমার বাবা একজন রিকশাচালক। আগে বাবা তরকারি বিক্রি করে আমাদের সংসার চালিয়েছেন। তার আয় দিয়ে আমার এতদূর আসা। যত বাধাই আসুক আমি মানবিক চিকিৎসক হতে চাই। টাকা আয় নয়, চিকিৎসক হয়ে দেশের মানুষের স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখবো।’

আরো পড়ুন  বিএম পরীক্ষায় পাশের হার ৯৭.৭৮, শীর্ষে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হাজীগঞ্জে অর্থনৈতিক মূল শুমারীর সুপারভাইজার ও গণনাকারীগণের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও তাপস শীল
বাংলাদেশ শিক্ষক সমিতি হাজীগঞ্জ উপজেলার শাখার কমিটি গঠন
বাংলাদেশ শিক্ষক সমিতি হাজীগঞ্জ শাখার নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
হাজীগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলে নেন ভূমিধস্যু আবদুল খালেক গং
না’গঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়ন চাষাঢ়া উপ-কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
ডাকাতিয়া নদী ও সিআইপির খালের দুরাবস্থা পরিদর্শনে জেলা প্রশাসক ও পাউবো নিবার্হী প্রকৌশলী 

আরও খবর

error: Content is protected !!