Header Border

ঢাকা, সোমবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে হ*ত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার হাজীগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্য হলেন সাংবাদিক মো. মিঠুন মিয়া  হাজীগঞ্জের হাটিলা পশ্চিম ইউনিয়নে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কচুয়া বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধে গর্ভবর্তী নারীকে মারধর, আহত- ৫ নারায়ণগঞ্জে‌ সওজের জমি দখল করে ভূমিদস্যু আঁখিনূর চৌধুরী গংদের চাঁদাবাজি মতলব উত্তরে পানি উন্নয়ন বোর্ডের খালের মাটি যাচ্ছে ইট ভাটায় অপারেশন ডেভিল হান্ট: মতলব উত্তরে মায়া চৌধুরীর দুই কর্মী আটক ফুসফুস ক্যান্সারে আক্রান্ত সিয়ামের জীবন বাঁচাতে প্রয়োজন ৫ লক্ষ টাকা চাঁদপুরে সম্পত্তিগত বিরোধে মোবাইল ব্যবসায়ীকে কু*পি*য়ে হ*ত্যা, আটক ৩

রাজশাহীতে সাড়া ফেলেছে কাঁচা আমের জিলাপি

বাংলাদেশে রমজান মাসে ইফতারিতে একটি জনপ্রিয় খাবার জিলাপি। অঞ্চলভেদে এর স্বাদ ও প্রস্তুত প্রণালিতে রয়েছে ভিন্নতা। যেমন পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাহী জিলাপি, ময়মনসিংহের জগৎবিখ্যাত চিকন জিলাপি ও রাজশাহীর ঐতিহ্যবাসী বাটার মোড়ের জিলাপি বেশ জনপ্রিয়।

তবে গতানুগতিক এসব জিলাপির থেকে সম্পূর্ণ আলাদা ও ভিন্ন স্বাদের কাঁচা আমের জিলাপি তৈরি করে সাড়া ফেলেছে রাজশাহীর রসগোল্লা নামের একটি মিষ্টির দোকান।জানতে চাইলে কাঁচা আমের সবুজ রঙের জিলাপির কারিগর মাসুম আলী বলেন, ‘জিলাপি তৈরির উপকরণ হিসেবে গম ও চালের আটার সঙ্গে কাঁচা আম ব্লেন্ড করে যুক্ত করা হয়। কাঁচা আমের ঘ্রাণ যেন মানুষ পায় সেজন্য সামান্য ম্যাংগো ফ্লেভার মেশানো হচ্ছে। চিনির সিরার মধ্যে দেওয়া হচ্ছে ফুড গ্রেডের সবুজ রং। মচমচে জিলাপি তৈরির পরপরই তা ডোবানো হয় রংমিশ্রিত সিরার সঙ্গে। এতে জিলাপিটা দেখতে বেশ আকর্ষণীয় হয়ে ওঠে।’

শুধু কাঁচা আমের জিলাপিই নয়, মাসকলাই আটার জিলাপিও মিলছে রসগোল্লায়। বিশেষ এই জিলাপি চিনির রসের পরিবর্তে ডোবানো হচ্ছে খেজুরগুড়ের রসে।

ছাড়া রয়েছে পোলাওয়ের চালের আটার রেশমি জিলাপি। তবে ইফতারে ব্যতিক্রমধর্মী এ কাঁচা আমের জিলাপি নিতেই মানুষ ভিড় জমাচ্ছেন বলে জানালেন কারিগর মাসুম আলী।

রসগোল্লায় জিলাপিসহ অন্যান্য মিষ্টিজাত পণ্যের বিক্রির দায়িত্বে ছিলেন মনিরুজ্জামান ইশা। তিনি বলেন, রোজার প্রথমদিন থেকেই রসগোল্লায় যোগ হয়েছে জিলাপির আইটেম। প্রথমদিকে মাসকলাই ও রেশমি জিলাপি থাকলেও শুক্রবার ৮ এপ্রিল থেকে শুরু হয় কাঁচা আমের জিলাপি বিক্রি। প্রথমদিকে তেমন কোনো ধারণা ছিল না কত কেজি বিক্রি হয়েছে। তবে শনিবার ৯ এপ্রিল শুধু কাঁচা আমের জিলাপিই বিক্রি হয়েছে প্রায় ৭০ থেকে ৮০ কেজি।

রসগোল্লায় প্রতি কেজি কাঁচা আমের জিলাপি ২৫০ টাকা, মাসকলাইয়ের জিলাপি ২০০ টাকা এবং রেশমি জিলাপি ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে দাম বেশি হলেও ক্রেতারা কাঁচা আমের জিলাপিই বেশি কিনছেন।

আরো পড়ুন  হাজীগঞ্জ উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ - Rknews71

আসরের নামাজ শেষ হতে না হতেই উপশহর নিউমার্কেটের রসগোল্লার বিক্রয়কেন্দ্রে দেখা যায় ক্রেতাদের ভিড়। ইফতারের তখন অনেক দেরি। তবুও ক্রেতারা নিত্যপণ্যের বাজার ও ইফতারের অন্যান্য অনুষঙ্গ কিনে ফেরার পথে কাঁচা আমের জিলাপি নিতে ভিড় জমাচ্ছেন রসগোল্লায়। তবে এ দোকানের বেশিরভাগ ক্রেতাই নতুন।

ভিন্নতা ও নতুনত্ব দিয়ে রাজশাহী মহানগরীতে রসগোল্লা নামের মিষ্টির দোকান শুরু করেছিলেন উদ্যোক্তা আরাফাত রুবেল। আম, মরিচ, নারিকেলসহ নানান ধরনের ব্যতিক্রমী মিষ্টি তৈরি করে রীতিমতো সাড়া ফেলেছেন। সফলতাও পেয়েছেন তিনি। এবার রোজায় এনেছেন কাঁচা আমের জিলাপি।

আরাফাত রুবেল বলেন, ‘রোজার আগে ভেবেছিলাম ব্যতিক্রমধর্মী কিছু একটা করার। সেই ভাবনা থেকেই রোজা উপলক্ষে রসগোল্লাতে এবার কাঁচা আমের জিলাপি ও মাসকলাইয়ের জিলাপি যুক্ত করেছি। সবাই সনাতন টাইপের মিষ্টিজাত জিনিস তৈরি করেন, কিন্তু আমি যুগের সঙ্গে তাল মিলিয়ে একটু ভিন্ন ধরনের জিনিস তৈরি করার চেষ্টা করেছি। বেশ সফল হয়েছি।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে হ*ত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
হাজীগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্য হলেন সাংবাদিক মো. মিঠুন মিয়া 
হাজীগঞ্জের হাটিলা পশ্চিম ইউনিয়নে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কচুয়া বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধে গর্ভবর্তী নারীকে মারধর, আহত- ৫
নারায়ণগঞ্জে‌ সওজের জমি দখল করে ভূমিদস্যু আঁখিনূর চৌধুরী গংদের চাঁদাবাজি

আরও খবর

error: Content is protected !!