শুক্রবার (৩১ মার্চ) বিকালে উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক।
এসময় তিনি বলেন, আমরা নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে দুর্বল করে ফেলেছি। সেজন্য আমাদের সকল বিভেদ ভুলে নিজেদের ঐক্য হতে হবে। এখানে আমরা যারা জাতীয় সংসদ নির্বাচন করি। জাতীয় সংসদের কোন সম্মানিত সদস্য যেন চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিষ্ঠিত না হয়। ভালো একটা জেলা বিএনপি’র এখনো আমরা উপহার দিতে পারিনি।এই সরকারের পতনে চাঁদপুর জেলা বিএনপির মধ্যে ঐক্যের কোন বিকল্প নাই,সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।আমরা আশা করি সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী কিছুদিনের মধ্যে ভালো একটা জেলা বিএনপি উপহার দিতে পারবে বলে প্রত্যাশা করেন তিনি।
হাজীগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি আবুল খায়ের মজুমদারের সভাপতিত্ব ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য এস.এম কামাল উদ্দিন চৌধুরী, কাজী রফিক, মোস্তফা খাঁন সফরী, চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক দেওয়ান সফিকুজ্জামান, কাজী গোলাম মোস্তফা, চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস বদিউল আলম খান ও মো: মোশাররফ হোসেন প্রমুখ।
ইফতার মাহফিলে জেলার বিভিন্ন উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ দেড় হাজার নেতাকর্মী অংশ নেয়।