অনলাইন ডেস্ক:
হাজীগঞ্জ পাইলট স্কুলে এন্ড কলেজ মাঠের পুনঃসংস্কর কাজের উদ্বোধন করেন মেজর ( অব:) রফিকুল ইসলাম বীরউত্তম।
শুক্রবার (৩১ মার্চ ) বিকালে হাজীগঞ্জ পাইলট স্কুলে এন্ড কলেজ মাঠকে খেলার উপযোগী করে গড়ে তুলার লক্ষে মাঠ পুনঃসংস্কর কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সাংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম বীরউত্তম।
এ সময় তিনি বলেন, খেলাধুলা করার জন্য মাঠ অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। তাই হাজীগঞ্জ পাইলট স্কুলের মাঠের পুনঃসংস্কার কাজ শুরু করা হয়েছে। যাতে ছেলেমেয়েরা ভালো করে খেলাধুলা করতে পারে। আস্তে আস্তে উপজেলার সবগুলো ইউনিয়নের একটি করে মানসম্মত খেলার মাঠ গড়ে তোলা হবে।
এই সময় আলোচনা সভায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের সভাপতিত্বে হাজীগঞ্জ উপজেলা ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যোবায়ের সৈয়দ, জেলা ক্রীড়া কর্মকর্তা তারিকুল ইসলাম,পাইলট স্কুলে এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ।
এই সময় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিল সুমন তপদার, ৫নং সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, ৫নং বড়কূল ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান, রাসেল মজুমদার, রতন সাহ, মাস্টার হারুন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
আসন্ন ঈদুল ফিতরের পরে হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা কতৃক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে। সেই লক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সংগঠনের রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়৷