মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জে দ্রুতগামী সিএনজিচালিত স্কুটারের ধাক্কায় মো. এমরান হোসেন (৪২) নামের এক পথচারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে পৌরসভাধীন টোরাগড় গ্রামের চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তরের সামেন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত এমরান হোসেন উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর গ্রামের মৃত আরিফ হোসেনের ছেলে।
জানা গেছে, এদিন সকালে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তরে বিদ্যুৎ বিল সংক্রান্ত কাজে আসেন মো. এমরান হোসেন। তিনি কাজ করে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় পূর্ব দিক থেকে আসা হাজীগঞ্জ বাজার মুখী একটি দ্রুতগামী সিএনজিচালিত স্কুটারের (লক্ষ্মীপুর-থ ১১-৬৩৪৮) ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়ে।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহত এমরান হোসেনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিসাধীন অবস্থায় মারা যান। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ থানা হেফাজতে এবং সিএনজিচালিত স্কুটারটি জব্দ করে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া নিহতের মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর