হাজীগঞ্জ ব্যুরো:
হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় পূর্বপাড়া হাজী রহিম উদ্দিন জামে মসজিদে ইফতার মাহফিল, মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ এপ্রিল) বাদ আছর মিলাদ, দোয়া ও মোনাজাত শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাও. মো. বিএম মাহ্দী হাসান এবং মিলাদ পরিচালনা করেন সহকারী ইমাম ও মুয়াজ্জিন হাফেজ মো. জুবায়ের ইসলাম।
পরিচালনা কমিটির সভাপতি ও পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মো. মনির হোসেন এবং ভারপ্রাপ্ত মোতওয়াল্লী ও সাবেক কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম সিরাজ খাঁনের সার্বিক তত্ত্বাবধানে মসজিদ পরিচালনা কমিটি, স্থানীয় ও এলাকার যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অতিথিবৃন্দ, মসজিদের মুসুল্লী, পথচারী, স্থানীয় ও এলাকাবাসীসহ প্রায় ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করে দোয়া ও মোনাজাতে শরীক হন।
এ সময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মো. কবির হোসেন কাজী, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কাজী মনির হোসেন মিঠু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আহসান উল্যাহ্ মৃধা, মসজিদের কোষাধ্যক্ষ ও হাজীগঞ্জ স্বর্ণকলি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. আলী আশ্রাফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, মসজিদ কমিটির সদস্য বদিউল আলম মজুমদার, শহীদুল ইসলাম, হাজী রুহুল আমিন, জাহাঙ্গীর আলম, মো. ইউছুফ, জসিম উদ্দিন মজুমদার, এমরান হোসেন, মো. আব্বাস, ইসমাইল হোসেন, ডালাস মজুমদার, মহরম আলী, মো. লিটন, সুজন খাঁন, জহির আহমেদ, মনির খন্দকার, হেলাল বেপারী, আব্দুল করিম, মোহাম্মদ হাবীব উল্যাহ্সহ মসজিদ কমিটির অন্যান্য সদস্য।