হাজীগঞ্জ ব্যুরো:
হাজীগঞ্জ উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়ন বিএনপির আয়োজনে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর আলোকে অবস্থান কর্মসূচী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বিকেলে ইউনিয়নের রাজাপুর বাজারে ১০ দফায় আদায় বাস্তবায়নের লক্ষে বাজার ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে লিপলেট বিতরণ করেন উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবন্দ।
অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, উপজেলা যুবদলের আহবায়ক মো. আকতার হোসেন দুলাল।
ওই সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, যুগ্ন-আহবায়ক মো. হুমায়ন কবির সুমন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসাইন ইউনিয়ন বিএনপির সভাপতি জসিমউদদীন মজুমদার, ইউনিয়ন যুবদলের সভাপতি আমির হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক মো. মানিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।