চট্টগ্রামে রাস্তায় কুড়িয়ে পাওয়া খাবার খেয়ে মানসিক ভারসাম্যহীন মো. রাসেল (২৩) নামে এক যুবক মারা গেছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হালিশহর থানাধীন মুহুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করে চিকিৎসক। মৃত যুবক মুহুরীপাড়ার জাহাঙ্গীর হুজর বাড়ির আবদুল মান্নানের ছেলে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, যুবকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের সদস্যের কাছে হস্তান্তর করা হবে।
নিহতের খালাত ভাই ফরহাদ হোসেন বলেন, মৃত রাসেল বিগত কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায় সময়ই অস্বাভাবিক আচরণ করতেন। মঙ্গলবার রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া খাবার খাওয়ার পর অসুস্থ হন। সাথে সাথে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।