অনলাইন ডেস্ক:
আন্তর্জাতিক যুব সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব ডাকাতিয়া হাজীগঞ্জের আগামী ২০২৩-২৪ রোটাবর্ষের জন্য রোটার্যাক্ট জহিরুল আলম জয় সভাপতি এবং রোটার্যাক্ট তারিন রিয়া ইসলাম তানিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল সোমবার (১৭ এপ্রিল) রাতে ক্লাবের ২তম বোর্ড গঠনের উদ্দ্যেশ্যে আয়োজিত বোর্ড সভায় এই কমিটি নির্বাচিত করা হয়।
সভার প্রধান বক্তৃতা আর সি সি রোটারিয়ান জাফর আহমদ ও রোটারি ক্লাব অব হাজীগঞ্জের সেক্রেটারি রোটারিয়ান হাবিবুর রহমান নব-নির্বাচিতদের নাম ঘোষণা দেন।
নবনির্বাচিত সভাপতি রোটারেক্ট জহিরুল আলম জয় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘ আমাদেরর ক্লাবটির অনেক সুনাম ও গৌরব রয়েছে। আশা করি অতীতের মতো ক্লাবের সুনাম ধরে রেখে আমরা যোগ্য নেতৃত্বে সংগঠনকে অনেক দূর এগিয়ে নেবে। দ্রুতই রোটা. বর্ষ ২০২৩-২৪ এর সম্পূর্ণ বোর্ড গঠনের মাধ্যমে আগামীর কর্মপরিকল্পনা গুছিয়ে নিবে এবং একটি সুন্দর রোটা. বর্ষ উপহার দেবো বলে প্রত্যাশা করছি।’