মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ একটি সম্মিলিত উচ্চারন পরিচালিত বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কালচোঁ উত্তর ইউনিয়ন শাখার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) বিকালে ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শন এবং মুক্তিযুদ্ধের গাণ পরিবেশন করা হয়।
দেশ একটি সম্মিলিত উচ্চারনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আলোকচিত ও চলচ্চিত প্রদশর্নীর উদ্বোধন করেন, প্রকৌ. মকবুল হোসেন পাটওয়ারী। বক্তব্য রাখেন প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুহাম্মদ মুয়াজ্জম হোসেন ও প্রধান বক্তা চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।
অতিথি আলোচক হিসাবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ, কালচোঁ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় নির্বাহী কমিটির বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল বাশার, নাট্যকার ও সংবাদকর্মী জাহাঙ্গীর আলম হৃদয় প্রমুখ।
দেশ একটি সম্মিলিত উচ্চারন এর মহাসচিব বীরমুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন মজুমদারের সার্বিক ব্যবস্থাপনায় এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান পলাশের উপস্থাপনায় অনুষ্ঠানে আলোচনা শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন বীরমুক্তিযোদ্ধা লাল মিয়া। এরপর অতিথিদের বক্তব্য শেষে আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শন এবং চাঁদপুরের সংগীত শিল্পীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের গাণ পরিবেশন করা হয়।
এ সময় অতিথি হিসাবে বিশিষ্ট সমাজসেবক আশ্রাফ উদ্দিন দুলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কামাল উদ্দিন মজুমদার, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. সামছুজ্জোহা মজুমদার কনকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।