মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. সাইমুন হোসেন (৬) ও তামিম হোসেন (৪) নামের দুই শিশু মারা গেছে। তারা সর্ম্পকে আপন দুই ভাই। বুধবার দুপুরে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মুকুন্দুসার গ্রামের পাটওয়ারী এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু ওই বাড়ির মো. সাইফুল ইসলামের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান মিজি জানান, এদিন সকালে সাইমুন ও তামিম নিজ বাড়িতে খেলাধূলা করছিল। কোনো এক সময় বাড়ির পুকুরের পানিতে নেমে ডুবে যায় তারা।
কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাদেরকে খোঁজাখুঁজির করেও পাচ্ছিলেন ন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদেরকে পুকুরের পানিতে ভাসতে দেখে মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে একজন অফিসারের নেতৃত্বে ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।