নিজস্ব প্রতিবেদক:
চাদঁপুর জেলার প্রাণকেন্দ্র হাজীগঞ্জ উপজেলা শাখা বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি গঠন করা হয়েছে। চাঁদপুর জেলা কমিটির সভাপতি এড. জাহাঙ্গীর আলম ফরাজীর নির্দেশনায় ৩ মে বুধবার হাজীগঞ্জ উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ মানবাধিকার সমিতির হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ফয়সাল ইবনে আশরাফ, সহ-সভাপতি মোঃ শরিফ মজুমদার, সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম জয়, সহ-সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক এনামুল হক রাসেল, সহ সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল শেখ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন মোল্লা, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মিয়া, সম্মানিত সদস্য মোজাম্মেল হক শাহীন ও মোঃ মনির হোসেন।
উক্ত কমিটির ৩১ সদস্যের পূর্ণাঙ্গ তালিকা পরবর্তীতে উপজেলার বারটি ইউনিয়ন থেকে অন্তভূক্ত করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।