আহসান হাবীব সুমন:
চলমান এসএসসি ও দাখিল পরীক্ষার দ্বিতীয় দিনে অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার কচুয়া উপজেলার মনোহরপুর ফাজিল মাদ্রাসা ও বিতারা আলিম মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার আরবী প্রথম পত্র পরীক্ষায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হচ্ছেন মনোহরপুর ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী জান্নাতুল আক্তার নাইমা ও মাঝিগাছা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী জাহিদুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, পরীক্ষার নকল করার দায়ে তাদের বহিষ্কার হয়েছে। সঠিক মূল্যায়নে প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়